বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ক্লাব ফুটবলে তাই তারওপর ফোকাসটা ছিল বেশি। কেইন কি করেন সেটাই ছিল সবার দেখার বিষয়। যদিও কেই গোল করতে পারেননি প্রথম ম্যাচে। তবে তার দল জয় দিয়েই শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে। ২-১ গোলে কেইনের দল টটেনহ্যাম হটস্পার হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। টটেনহ্যামের হয়ে প্রথমার্ধেই জয়সূচক গোল দুটি করে ফেলেন ডেলে আলি এবং ইয়ান ভার্টোঙ্গেন। প্রথমার্ধেই একটি গোল শোধ করেছিলেন নিউক্যাসলের হোসেলু। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুম শুরু হলো শনিবার থেকেই। প্রথমদিনই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন পল পগবার দল ম্যানচেস্টার ইউনাইটেড। যে দলের কোচ হোসে মরিনহো এবং দলটিতে রয়েছেন বেলজিয়ামের আলোচিত ফুটবলার রোমেলু লুকাকু। তবে পগবার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। আজ (শনিবার) নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে খেলতে যায় টটেনহ্যাম হটস্পার। প্রতিপক্ষের মাঠ থেকে জয় তুলে আনা চাট্টিখানি কথা নয়। তবে ইংল্যান্ডের বিশ্বকাপ দলের দুই সেনানি হ্যারি কেইন, ডেলে আলি এবং বেলজিয়ান তারকা ইয়ান ভার্টোঙ্গেনের দারুণ পারফরম্যান্সে জয় নিয়েই ফিরলো মওরিসিও পোচেত্তিনোর শীষ্যরা। ২০০৩ সালের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে নতুন মোসুমে কোনো ফুটবলারকেই নতুনকরে দলে ভেড়ায়নি টটেনহ্যাম। তবুও তারা শুরু থেকে প্রমাণ করলো, এবার অনেকদুর এগিয়ে যাবে কেইন অ্যান্ড কোং। ম্যাচের আট মিনিটেই গোলের সূচনা করেন টটেনহ্যামের ইয়ান ভার্টোঙ্গেন। ক্রিশ্চিয়ান এরিকসেন কর্নার কিক থেকে বল পাঠান গোলপোস্টে। সেখান থেকে ডেভিসন সানচেজ শট নিলে ভেসে আসা বলে হেড করে গোল করেন ভার্টোঙ্গেন। তবে ভিএআর-এর সহযোগিতা নিতে হয়েছিল এই গোলের বাঁশি বাজানোর জন্য। ভিএআরে দেখা গেলো, বল গোললাইন ৯ মিলিমিটার অতিক্রম করে ভেতরে প্রবেশ করেছে। ৫ মিলিমিটার পর্যন্ত প্রযুক্তির চোখে ভুল ধরা পড়তো না। যখন বল ৯ মিলিমিটার প্রবেশ করে গেলো, তখন সেটা গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি টটেনহ্যাম। ৩ মিনিটের মাথায় গোল শোধ করে দেন নিউক্যাসলের হোসেলু। ম্যাট রিচির কাছ থেকে ক্রস পান হোসেলু। একেবারে পোস্টের সামনে। দারুণ হেডে বলটি জড়িয়ে দেন তিনি টটেনহ্যামের জালে। ১৮ মিনিটে আবারও গোল দিয়ে এগিয়ে যায় হেরি কেইন অ্যান্ড কোং। সার্জি অরিয়ের অনেক দুর দৌড়ে আসেন বল নিয়ে। এরপর বক্সের ডান প্রান্ত থেকে ক্রস করেন তিনি। ডেলে আলি শুধু বলে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে সেটা জড়িয়ে গেলো নিউক্যাসলের জালে। এরপর দুদলই আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। কিন্তু কেউ কোনো গোলের দেখা পেলো না আর। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/১১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2w14jRx
August 12, 2018 at 04:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top