ড্রোন হামলা থেকে বাঁচলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

কারাকাস, ৫ অগাস্টঃ  ড্রোন হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো৷ সেদেশের রাজধানী কারকাসে টেলিভিশনে বক্তব্য রাখার সময় হঠাৎই ড্রোন হামলা হয়৷ ঘটনায় আহত হয়েছে সাতজন সেনা। তবে মাদুরোর কোনো আঘাত লাগেনি। এদিন একটি সেনার অনুষ্ঠানে বাইরে ভাষণ দিচ্ছিলেন মাদুরো৷ সেই সময় তাঁর চোখ আকাশের দিকে চলে যায়৷ হঠাৎই খেয়াল করেন, দ্রুত গতিতে কিছু একটা ছুটে আসছে৷ এরপরই ড্রোনটি আছড়ে পড়ে ওই জায়গায়। মাদুরোর মন্ত্রিসভার যোগাযোগ মন্ত্রী জর্জ রডরিগুজ জানান, প্রেসিডেন্টের উপর ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে৷ তাঁর জীবনসংশয় হতে পারত৷ ড্রোন হামলায় সাত সেনা আহত হয়েছে৷ কারা এই হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vxrliS

August 05, 2018 at 10:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top