নয়াদিল্লি, ৪ অগাস্টঃ শনিবার নয়াদিল্লির কেরালা ভবনে মুখ্যমন্ত্রীর ঘরের দিকে ছুরি নিয়ে ঢোকার চেষ্টা করে এক ব্যক্তি। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্ত ব্যক্তির নাম বিমল রাজ। কেরালার কালিপ্পুঝার বাসিন্দা সে।
ওই ব্যক্তির এক হাতে খোলা ছুরি, অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে কেরালা ভবনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করে। তবে ভেতরে ঢোকার আগেই মূল দরজায় তাকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। আত্মহত্যার হুমকি দিতে থাকা ৪৬ বছরের বিমল রাজকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভাবে সুস্থ নয়।
ওই ব্যক্তি জানিয়েছে, ব্যাবসা মন্দা যাচ্ছে তার। দুই সন্তান নিয়ে জীবন অতিবাহিত করা দুঃসহ হয়ে পড়ছিল। দিনে ৫০০-৬০০ টাকা রোজগার করাও কঠিন হয়ে যাচ্ছে তার। সেকারণে মুখ্যমন্ত্রীর সামনে আত্মহত্যা করতে চেয়েছিল সে। আপাতত তাকে ইন্সটিটিউট অফ হিউম্যান বিহেভিয়র অ্যান্ড অ্যালাইড সায়েন্সে ভরতি করা হয়েছে।
#WATCH: Man tries to barge inside Kerala House in Delhi with a knife. Kerala Chief Minister Pinarayi Vijayan was present inside. Police says, 'the man is 80% mentally unstable & has been sent to Institute of Human Behaviour and Allied Sciences'. pic.twitter.com/j2frHaYBUY
— ANI (@ANI) August 4, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LUefqM
August 04, 2018 at 08:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন