বিশ্বনাথের জহিরুলের কৃতিত্ব

13.08.18= 1বিশ্বনাথ প্রতিনিধি :: এলএলবি (অনার্স) পরীক্ষায় সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন বিশ্বনাথ উপজেলার মোঃ জহিরুল ইসলাম সাগর।

তিনি বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রজকপুর (বড় বাড়ি) গ্রামের বাসিন্দা (বর্তমান ঠিকানা- মমতাজ ভিলা, পুরাণ বাজার, বিশ্বনাথ) সুফি সামছুল ইসলামের পুত্র।

বর্তমানে মোঃ জহিরুল ইসলাম সাগর সিলেট জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবি হিসেবে কর্মরত আছেন।

তার এ সফলতার জন্য পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব’সহ সকলের কাছে কৃতজ্ঞ। আর ভবিষ্যৎ সফলতার জন্য সাগর সকলের কাছে দোয়া প্রার্থী।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2MEaySI

August 13, 2018 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top