বাইক রাখা নিয়ে বচসা, বাজারের মধ্যেই গুলিতে মৃত এক

রায়গঞ্জ, ২১ অগাস্টঃ দোকানের সামনে বাইক রাখা নিয়ে দুই যুবকের গণ্ডগোল। চলল গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা এলাকায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জয়নাল মহন্মদ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের ধনতলা বাজার এলাকায় মুরগির দোকান মোন্তাজ আলমের। তাঁর দোকানের সামনে বাইক রাখে এক যুবক। দোকানের সামনে বাইক রাখায় ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দোকান মালিক মোন্তাজ আলম। বচসা গড়ায় হাতাহাতিতে।  অভিযোগ, বচসা চলাকালীন  ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনে সেই যুবক। তাঁরা এসে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় মোন্তাজের ওপর। মোন্তাজকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর বাবা জয়নাল মহন্মদ। জয়নালকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এরপরই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় জয়নালকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আহত মোন্তাজকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2nXE5fm

August 21, 2018 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top