জন্মাষ্টমীতে অশান্তির আশঙ্কা, সতর্কতা নবান্নের

কলকাতা, ২৪ অগাস্টঃ আগামী ২ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন জায়গায় জন্মাষ্টমী পালনের কর্মসূচি নিয়েছে বিজেপি সহ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। অন্য বছরের তুলনায় এবছর জাঁকজমক করে জন্মাষ্টমী পালন করতে চলেছে তারা। এর আগে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছিল। তাই এবার আগে থেকে সক্রিয় প্রশাসন। জন্মাষ্টমীকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে, এই মর্মে গোয়েন্দা রিপোর্ট পেয়ে নড়েচড়ে বসেছে নবান্ন। সূত্রের খবর, প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে সতর্ক করে দিয়ে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। পাশাপাশি শাসকদলের জনপ্রতিনিধিদের ওই সময় এলাকায় থাকার জন্যও শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রা চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়। বহু বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়ে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সংঘর্ষের জেরে মৃত্যুর ঘটনাও ঘটে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MwXHFU

August 24, 2018 at 06:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top