চেন্নাই, ৪ অগাস্টঃ ‘বিশ্বরূপম ২’ নিয়ে সমস্যায় কমল হাসান। এর জন্য তাঁকে নোটিশ পাঠিয়েছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সিকে কার্তিকেয়ন। আপাতত স্থগিত ‘বিশ্বরূপম-২’ ছবির মুক্তি। ১০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।
‘বিশ্বরূপম-২’ নিয়ে প্রযোজনা সংস্থা পিরামিড সাইমিরা প্রোডাকশনস ইন্টারন্যাশনাল আদালতের দ্বারস্থ হয়েছিল। শুক্রবার ছিল মামলার শুনানি। কোম্পানির অভিযোগ, কমল হাসান তাদের সম্পূর্ণ টাকা দেয়নি। ৭.৭৫ কোটি টাকা এখনও শোধ করা হয়নি। ‘বিশ্বরূপম-২’ মুক্তি পেলে এই টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে না বলেও জানায় তারা। কোম্পানির এই অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে নোটিশ পাঠিয়েছে আদালত। ৬ আগস্টের মধ্যে তাঁকে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোম্পানির বক্তব্য, ‘মারমাযোগী’ নামে একটি ছবির জন্য রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনালকে টাকা দিয়েছিল তারা। এটি কমল হাসানের প্রযোজনা সংস্থা। ‘মারমাযোগী’ ছবিটি তামিল ও হিন্দি ভাষায় তৈরি হওয়ার কথা ছিল। পিরামিড সাইমিরা প্রোডাকশনস ইন্টারন্যাশনালের দাবি, রাজকমল ফিল্মসের সঙ্গে ২০০৮ সালের ২ এপ্রিল তাদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে বলা হয় ছবিটির বাজেট ১০০ কোটি টাকা। এরপর ওই সংস্থা ১০.৯ কোটি টাকা ইস্যু করে। কমল হাসানকে ওই টাকা দেওয়া হয়। অভিযোগ, সেই টাকা অন্য ছবির ক্ষেত্রে কাজে লাগিয়েছে কমল হাসান। তবে অভিনেতা এবিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। ৬ অগাস্ট আদালতে তিনি নিজের বক্তব্য পেশ করবেন বলে মনে করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M0l75u
August 04, 2018 at 05:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন