ঢাকা, ০১ আগস্ট- বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী। ওই দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রবি, সোম ও মঙ্গলবার বিমানবন্দর সড়কে নেমে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রবি ও সোমবার ভালো গেলেও মঙ্গলবার পথে নেমেই পুলিশের মুখোমুখী হতে হয় শিক্ষার্থীদের। মঙ্গলবার ঢাকার বেশ কয়েক জায়গায় লাঠিচার্জের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সেসব ঘটনার ছবি ও ভিডিও ঘুরে ফিরছে। মিরপুরে শহীদ স্মৃতি পুলিশ কলেজের ছাত্রদের অবরোধকালে পুলিশের লাঠিচার্জে মাথা ফেটে যায় এক শিক্ষার্থীর- এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একই প্রতিষ্ঠানের ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ছবি ভাইরাল হয়। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। তিনি আহবান জানালেন, দয়া করে বাচ্চাদের গায়ে হাত দেবেন না। তারা কোন আসনের নমিনেশন পাবার জন্য পথে নামে নাই, তাদের দাবি পথের নিরাপত্তা কেবল। ওমর সানী মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে বাচ্চাদের মাথায় ভরসার হাত রাখার আহবান জানিয়ে লিখেছেন, এই দেশের পরবর্তী কর্ণধার এই বাচ্চারাই। এখনো অনেক বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাচ্চাদের মাথায় লাঠির আঘাত নয়, ভরসার হাত রাখুন। মা-বাবাদের পথে নামতে বাধ্য করবেন না দয়া করে। ওরা আমাদের সন্তান। নাড়ি ছেঁড়া ধন! জারজ নয়! আরও পড়ুন: সালমান মুক্তাদির আটক, পরে... (ভিডিও সংযুক্ত) উল্লেখ্য, রবিবার এয়ারপোর্ট রোডে দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীমকে বাসচাপায় হত্যার জন্য দায়ী বাসচালকদের শাস্তিসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সূত্র: বিডি২৪লাইভ আরএর/৯.০০/০১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M7eOcU
August 01, 2018 at 02:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন