ফ্লোরিডা, ০৩ আগস্ট- ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলে বাকি দুই ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ফ্লোরিডায় খেলার অভিজ্ঞতা রয়েছে দলের অধিনায়ক সাকিব আল হাসানের। এছাড়া বাকিরা প্রথমবারের মতোই এসেছেন এখানে। তবে ফ্লোরিডায় প্রথমবার এলেও এই দুই ম্যাচের সফরটা সবার জন্যই রোমাঞ্চকর হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। অনেক বেশি বাংলাদেশি সমর্থকের উপস্থিতিতে মাঠ ও মাঠের বাইরে মজার পরিবেশ তৈরি হবে বলেই মনে করেন সাকিব। বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপে সাকিব বলেন, সবার জন্যই সফরটা রোমাঞ্চকর হওয়া উচিৎ। এখানে অনেক বাংলাদেশি দর্শক থাকবে। সবার জন্যই সময়টা মজার হবে বলে আমি মনে করি। অন্য কোন খেলোয়াড়ের এখানে খেলার অভিজ্ঞতা না থাকায় এখানের উইকেট বা কন্ডিশন সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর খুঁজতে হয় সাকিবের কাছেই। কিন্তু সাকিব জানিয়েছেন উইকেট সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। অনুশীলনের মাধ্যমে এই উইকেটের চরিত্র আত্মস্থ করতে হবে বলে জানান টাইগার অধিনায়ক। সাকিব বলেন, উইকেট সম্পর্কে কিছু বলা মুশকিল। সিপিএলে আমি গত মৌসুমে যে ধরনের উইকেটে খেলেছি এবার সেরকম নেই। তাই অনুশীলনের পরই হয়তো বোঝা যাবে কেমন কি। আমরা এখন শুধু পাশের উইকেটে অনুশীলন করেছি। ম্যাচের উইকেটের সাথে এর খুব বেশি পার্থক্য থাকার কথা না। অনুশীলনের পরই আসলে ভালোভাবে বুঝা যাবে। এসময় প্রথম ম্যাচে করা ভুলগুলো শুধরে আরো বড় সংগ্রহ গড়ার আশা প্রকাশ করেন সাকিব। তিনি বলেন, প্রথম ম্যাচে আমাদের সুযোগ ছিল আরও বেশি রান করার। তবে বেশ কিছু কারণে আমরা তা করতে পারিনি। তাই ওইসব জায়গায় আরও ভালো করা সম্ভব বলে আমি মনে করি। উইকেট যদি আগের ম্যাচের চেয়ে ভালো আচরণ করে তাহলে আগে ব্যাট করে ভালো সংগ্রহ দাঁড় করানো সম্ভব। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৩ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vbQLmC
August 03, 2018 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top