পাক প্রেসিডেন্ট নির্বাচন ৪ সেপ্টেম্বর

ইসলামাবাদ, ১৬ অগাস্টঃ বৃহস্পতিবার পাক নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৪ সেপ্টেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষণা অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ইসলামাবাদ ও চারটি প্রদেশের(বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পঞ্জাব ও সিন্ধ) প্রিসাইডিং অফিসারের কাছে আগামী ২৭ অগাস্ট দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। জমা হওয়া মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে ২৯ অগাস্টের মধ্যে। ৩০ অগাস্ট দুপুর ১২ টার মধ্যে প্রার্থীরা নাম প্রত্যাহারের সুযোগ পাবেন। ওই দিনই বেলা ১টা নাগাদ বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ৪ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদে ভোটগ্রহণ হবে। ভোট দেবেন জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সংশ্লিষ্ট সদস্যরা। মনে করা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনে পিটিআইয়ের পছন্দের প্রার্থীর সঙ্গে বিরোধী জোট প্রার্থীর জোর লড়াই হবে।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Mw3GtD

August 16, 2018 at 09:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top