আমরা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাইলস তাদের মধ্যেকার দূরত্ব মিটিয়েছে। শিগগিরই আমরা নিয়মিতভাবে নতুন গান রেকর্ড ও স্টেজ শো করবো। আমরা সবার কাছে সমর্থন চাই যেন মাইলস বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে পারে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসর ফেসবুক পেজে বৃহস্পতিবার এ কথাগুলো শেয়ার করা হয়েছে। আর সেখানে মাইলসের পুরো সেট আপের সবার ছবিও রয়েছে। এই ফেসবুক পোস্টটি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন মাইলস এর ভোকাল শাফিন আহমেদ। গত বছরের শেষদিকে ব্যান্ডদল মাইলসের সদস্যদের মাঝে দ্বন্দ্বের রেশ ধরে ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ দল ছাড়েন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। তাদের প্রথম অ্যালবাম ১৯৮২ সালে প্রকাশ হয়। নাম প্রতিশ্রুতি। এরপর ২০১৫ সাল পর্যন্ত দলটি ৬টি অ্যালবাম প্রকাশ করেছে, যার প্রায় সবগুলো গানই শ্রোতাপ্রিয়তা পায়। মাইলসের লাইনআপ: শাফিন আহমেদ (বেজ গিটার, কণ্ঠ), হামিন আহমেদ (গিটার, কণ্ঠ), মানাম আহমেদ (কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (গিটার) ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/০৮:০০/ ০৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KDA9tb
August 09, 2018 at 10:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন