বাগডোগরা-বেঙ্গালুরু সরাসরি উড়ান চালু

বাগডোগরা, ৯ অগাস্টঃ বাগডোগরা থেকে বেঙ্গালুরু পর্যন্ত আরও একটি বিমান চালু করল ইন্ডিগো বিমান সংস্থা। এতদিন বাগডোগরা-বেঙ্গালুরু মধ্যে বিমান কলকাতা হয়ে যেত। বৃহস্পতিবার থেকে সরাসরি বাগডোগরা-বেঙ্গালুরু বিমান পরিসেবা শুরু হল। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৮.৩০ মিনিটে বিমানটি বাগডোগরায় এসে পেঁছোবে। ৯.৩০ মিনিটে সেটি বাগডোগরা থেকে উড়ান শুরু করবে। নতুন এই বিমান চালু হওয়ায় বাগডোগরা বিমানবন্দর থেকে এখন মোট ২৮টি বিমান যাতায়াত করছে।

অন্যাদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা রুখতে বাগডোগরা বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ১০ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিমানবন্দরে প্রবেশের এন্ট্রি টিকিট বন্ধ করে দেওয়া হয়েছে।  এই সময়ে বিমানযাত্রী ছাড়া অন্য কাউকে বিমানবন্দরে ঢোকার অনুমতি দেওয়া হবে না।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M6qNvE

August 09, 2018 at 11:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top