শেষযাত্রায় বাজপেয়ী

নয়াদিল্লি, ১৭ অগাস্টঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির শেষকৃত্য সম্পন্ন হবে আজ বিকেল ৪টায় দিল্লির স্মৃতিস্থলে। জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ রাখা হয়েছে তাঁর সরকারি বাসভবন ৬, এ কৃষ্ণ মেনন মার্গে। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

কৃষ্ণ মেনন মার্গে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী ও সমাজের বিভিন্ন মহলের লোকজন। কৃষ্ণ মেনন মার্গ থেকে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি।অমিত শাহ জানিয়েছেন, আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত সাধারণ মানুষ কৃষ্ণ মেনন মার্গে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।  এরপর সকাল ৯টা নাগাদ মরদেহ দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি-র প্রধান কার্যালয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। বেলা ১টায় সেখান থেকে তাঁর শেষযাত্রা শুরু হবে বলে জানা গিয়েছে। বিকেল ৪টায় স্মৃতিস্থলে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

অটলবিহারী বাজপেয়ির দেহ নিয়ে অন্তিমযাত্রার কথা মাথায় রেখে দিল্লি পুলিশের তরফে আজ যান চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MysX6o

August 17, 2018 at 11:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top