মুম্বই, ৪ অগাস্টঃ ট্রেনে খারাপ খাবার পরিবেশনের জন্য যাত্রীদের সঙ্গে একত্রিতভাবে রেলমন্ত্রী পিষুষ গোয়েলকে চিঠি লিখলেন বিজেপি নেতা। দিল্লিতে দলীয় কাজে যোগ দিতে গরিবরথ এক্সপ্রেসে ওঠেন দক্ষিণ মুম্বই বিজেপির আইটি সেলের প্রধান করণ রাজ সিং। যথাসময়ে ট্রেনে পরিবেশন করা হয় খাবার। তবে বিপত্তি বাধে পচা দূর্গন্ধযুক্ত খাবার। শুধু তাই নয়, খাবারটি ছিল পোকা ভরতি। করণ রাজ সিং জানান, কার্যত ক্ষোভে ফেটে পড়েন ট্রেনের অন্যান্য যাত্রীরা। দূরপাল্লার ট্রেনে প্রায়দিনের খাবার সমস্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রেলমন্ত্রকের বিরুদ্ধে সরব হতে দেখা যায় সাধারণ যাত্রীদের। নিজের দলের বিরুদ্ধে এমন লজ্জাজনক অভিযোগ সহ্য না করতে পেরে যাত্রীদের ক্ষোভ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নেতা।
জানা গিয়েছে, প্রথমে যাত্রীদের সঙ্গে কথা বলে সমস্ত অভিযোগ একত্রিত করেন জেপি নেতা। তারপর সেই অভিযোগ সম্বলিত একটি চিঠি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে পাঠান। চিঠির একটি প্রতিলিপি তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। অভিযোগ জানানোর পাশাপাশি, রেলের ক্যাটারিং সার্ভিসের দায়িত্বে থাকা আইআরসিটিসি-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পরেই তড়িঘড়ি প্রতিক্রিয়া দেয় আইআরসিটিসি। ঘটনাটির তদন্ত করে দেখা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেবল করণ রাজ সিং নন, রেলমন্ত্রকের কাছে একই অভিযোগে চিঠি লিখেছেন ওই ট্রেনে সওয়ার আরও ৩০ জন যাত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OGMxvq
August 04, 2018 at 06:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন