ঢাকা, ০২ আগস্ট- রাজধানী বিমানবন্দর এলাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়ক দাবিতে পঞ্চমদিনের মত আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এ অবস্থায় শুটিংয়ের উদ্দেশ্যে পুরান ঢাকা যাচ্ছিলেন নায়ক শাকিব খান। পথে আটকা পড়েন এই চিত্রতারকা। মতিঝিল শাপলা চত্বরে অবস্থানরত শিক্ষার্থীদের দেখে নিজেই গাড়ি থামান শাকিব। গাড়ির জানালা খোলতেই হৈ-হুল্লো করে সকলে ছুটে আসে। সবার ছুটে আসা দেখে গাড়ি থেকে নেমে আসেন তিনি। শিক্ষার্থীরা ছুটে এসে আন্দোলনে যোগ দেওয়ার জন্য তাকে আহ্বান জানান। তাৎক্ষণিকভাবে শাকিব খান শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে তার সমর্থনের কথা শিক্ষার্থীদের জানান। তিনি জানান, শুটিং স্পটে না গেলে অনেকের ক্ষতি হয়ে যাবে। তবে তিনি এই আন্দোলনকে সমর্থন দিচ্ছেন। বেশ কিছুক্ষন ধরে শাকিব সবার সঙ্গে কথাও বলেন। শাকিবের গাড়ির লাইসেন্স আছে কিনা চেক করেন শিক্ষার্থীরা। হাসিমুখে শাকিব গাড়ির সকল কাগজপত্র দেখান। সব ঠিকঠাক পাওয়া যায়। শাকিব বলেন, আমারও ইচ্ছে হয়েছিল ওদের সঙ্গে রাস্তায় নামতে। কিন্তু আজ শুটিং ডেট ছিল। আমি আশা করবো সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নেয়। এই বাচ্চা ছেলে-মেয়েদের কাছে আমরা অনেক কিছু শিখলাম। তিনি আরো জানান, বেপরোয়া গাড়ি চালিয়ে আর কত মৃত্যু? আমরা প্রতিদিন আমাদের আত্নীয়-স্বজন, বন্ধু, পরিবারের মানুষদেরকে হারাচ্ছি। সরকারের উচিত খুবই গুরুত্ব দিয়ে ব্যাপারটি দেখা। আর কত! যথেষ্ঠ হয়েছে। শাকিব বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বড়রা এক হতে পারিনি। সব বিষয় আমরা রাজনৈতিক করে ফেলি। জাতীয় স্বার্থে কি তাহলে আমাদের কিছুই করার নেই! এই বাচ্চারা আমাদের সবার। তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের দেশটাকে কিভাবে মেরামত করতে হবে। তিনি সরকারকে অনুরোধ করেন, দুজন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা রাস্তায় নেমেছে বিচার চাইতে। তারা তো নামবেই। আইনশৃঙ্খলা ঠিক রাখতে শিশুদের বুঝিয়ে রাস্তা থেকে ক্লাশরুমে নিন। তারা তো অন্যায় কোনো দাবি করছে না। যারা রাস্তায় মানুষ মারছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। তথ্যসূত্র: গো নিউজ২৪ এইচ/২২:৩৮/০২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vxydN9
August 03, 2018 at 04:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top