প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইংলিশ জায়ান্টরা। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের তীব্র সমালোচনা শুরু হয়ে গেছে ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে নিয়ে। নিজেদের শেষ ম্যাচে টটেনহামের কাছে ৩-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মরিনহো। ক্ষিপ্ত হয়ে মেজাজও হারালেন তিনি। এদিন ঘরের মাঠে টটেনহামের কাছে হারের পর সংবাদ সম্মেলনে ম্যাচের ফলটা বারবার মরিনহোকে মনে করিয়ে দিচ্ছিলেন সাংবাদিকরা। মরিনহো তাই মেজাজ হারিয়ে বলেন, আপনারা বলুন তো ম্যাচের ফলাফল কী? ৩-০, ৩-০। জানেন ৩-০ মানে কী? আমরা ৩ গোল খেয়েছি। কিন্তু এর অর্থ আমি তিনটা লিগ শিরোপাও জিতেছি, যা লিগের বাকি ১৯ কোচের চেয়েও বেশি। আমি একাই তিনটা জিতেছি, তারা সর্বোচ্চ দুটি। সম্মান! সম্মান! সম্মান দিতে শিখুন। এরপরই হুট করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান মরিনহো। উল্লেখ্য, জয় দিয়েই এবারের লিগ শুরু করলেও পরের দুই ম্যাচে টানা হারল ইউনাইটেড। ১৯৯২-৯৩ মৌসুমের পর লিগে এটাই তাদের সবচেয়ে বাজে শুরু। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে এটাই প্রথম। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NsUkfw
August 29, 2018 at 03:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন