৪ জানুয়ারি প্রকাশিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

কলকাতা, ২৩ অগাস্টঃ কদিন পরই শুরু হবে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ। কমিশনের তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সামারি রিভিশন। এবারই প্রথম দু’মাস ধরে চলবে ভোটার তালিকা তৈরির কাজ। তারপর ৪ জানুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। বিষয়টি নিয়ে আজ নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, এবার ভোটার তালিকা সংশোধনীতে যোগ হচ্ছে নয়া সিস্টেম। ভোটার লিস্টে নাম তুলতে ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন‌ নাগরিকরা। বিষয়টি একেবারে নতুন হওয়ার কারণে বেশ কয়েকদিন আগেই জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের নয়া সিস্টেমটি বুঝিয়ে গিয়েছেন উপ মুখ‍্য নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pu5lOW

August 23, 2018 at 02:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top