মধ্যপ্রদেশে হড়পা বানে তলিয়ে মৃত্যু ৭ যুবকের

ভোপাল, ১৬ অগাস্টঃ গোয়ালিয়রের সুলতানগড় জলপ্রপাতে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল অন্তত ৭ জন যুবকের। ঘটনাস্থল থেকে আরও ৪৫ জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পিকনিকের জন্য জমা হয়েছিলেন প্রায় ১০০ জন। গোয়ালিয়রের সুলতানগড় জলপ্রপাতের সামনে ছিলেন ওই ৭ জন৷

প্রথমে ১১ জন যুবকের তলিয়ে যাওয়ার খবর আসে। পড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজে ঘটনার সত্যতা স্পষ্ট হয় না৷ তারপরই ১১-র বদলে ৭ জনের মৃত্যুর খবর ঘোষণা করা হয়৷ এখনও উদ্ধারকাজ চলছে৷ টুইটে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, হড়কা বানে ঠিক কতজন তলিয়ে গিয়েছে তা স্পষ্ট নয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছেও সঠিক খবর নেই। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সাহায্যের আশ্বাস মিলেছে৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ODvQjK

August 16, 2018 at 12:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top