ডাবলিন, ১৮ আগস্ট- তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারী বাংলাদেশ এ দল। আইরিশ এ দলের বিপক্ষে প্রথম ম্যাচে রাজকীয় জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ এ দল। কিন্তু, সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি সৌম্য সরকারের দল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে যায় তারা। বৃহস্পতিবার (১৬ আগস্ট) ডাবলিনে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫১ রানে হেরে যায় বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান করে আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশ ১৫ ওভারে ৭ উইকেটে ১০৪ রান করার পর নামে বৃষ্টি। ফলে খেলা আর মাঠে গড়াতে পারেনি। তিন ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে মোহাম্মদ মিঠুনের ঝড়ো ৩৯ বলের ৮০ রানের ইনিংসের সাথে সৌম্য সরকারের তাণ্ডব ছড়ানো ৪৭ রানের ইনিংসে স্বাগতিক আয়ারল্যান্ড উলভসের দেয়া পাহাড়সম রান টপকে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় সফরকারী বাংলাদেশ এ দল। ওপেনিং জুটিতে সৌম্য-মিঠুন মিলে স্কোরবোর্ডে ১১৭ রান যোগ করেন। অর্ধশতক পেরিয়ে ব্যাটে ঝড় তুলে আরও ভয়ঙ্কর রুপ ধারণ করেন মিঠুন। বিপরীতে ছন্দের সঙ্গে ঝড়ো গতিতে ব্যাট করতে থাকেন অধিনায়ক সৌম্যও। তবে নিজের অর্ধশতক থেকে ৩ রান দূরে থাকতে আউট হন তিনি। তার ইনিংস ২ চার ও ৪ ছয়ে ৩০ বলের ৪৭ রানের। সৌম্য ফিরে যাওয়া পর ক্রিজে এসে থিতু হতে পারেননি নাজমুল হাসান শান্তও। ৪ বলে ৬ রান করে লিটলের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এর কিছুক্ষণ পর মোহাম্মদ মিঠুনও আউট হন। মিঠুনের ৩৯ বলের দুর্দান্ত ৮০ রানের ইনিংস খেলে আউট হলে ১৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা বাংলাদেশ এ দল। এরপর লড়াই চালিয়ে চান জাকির ও আল-আমিন। জাকির ১৩ রানের ইনিংস খেলে দলীয় ১৬২ রানে গেটকাটের ফাঁদে পা দিলে মুমিনুলকে সঙ্গে নিয়ে দলকে জেতানোর বাকি কাজটুকু সাড়েন আল-আমিন। শেষ পর্যন্ত মুমিনুল ৬ বলে ১১ রানে ও আল-আমিন ১৩ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। আইরিশ বোলারদের মধ্যে গেটকাট ৩৬ রান দিয়ে ৩টি ও ৩ ওভার বল করে ৪০ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন লিটল। বাংলাদেশের বোলারদের মধ্যে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইফউদ্দিন। নিজের কোটার ৪ ওভার থেকে ২৮ রান নিয়ে তুলে নিয়েছেন প্রতিপক্ষের সর্বোচ্চ ৪টি উইকেট। বাকি বোলারদের মধ্যে শরিফুল নিজের ঝুলিতে জমা করেন ১টি উইকেট। ফলাফল: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয়ী। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OHIQFi
August 18, 2018 at 02:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top