সুখবর, কমতে পারে রাজধানী, শতাব্দীর ভাড়া

নয়াদিল্লি, ২৫ অগাস্টঃ চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা (ফ্লেক্সি ফেয়ার) নীতি থেকে সরে আসছে রেল। সম্প্রতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজির) একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে, রাজধানী, শতাব্দী, দুরন্তের মতো প্রিমিয়ার ট্রেনগুলিতে যাত্রীর সংখ্যা দিনকে দিন হ্রাস পাচ্ছে। কারণ ফ্লেক্সি ফেয়ার নীতি অবলম্বন করায় এই ট্রেনগুলির ভাড়া অন্তত ১৩টি সেক্টরে বিমান ভাড়া থেকে বেশি দিতে হচ্ছে যাত্রীদের। তাই ট্রেনে না গিয়ে অন্তত ৬০ শতাংশ যাত্রী বিমানে যাতায়াত করছেন।
রেল ভবন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে এই ফ্লেক্সি ফেয়ার নীতি বাতিল করতে চলেছেন তারা। রেলমন্ত্রকও খতিয়ে দেখেছে উৎসবের সময় ছাড়া বাকি সময়ে ফ্লেক্সি ফেয়ার নীতি বাতিল করলে প্রিমিয়ার ট্রেনগুলিতে রেলের যাত্রী সংখ্যা অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LpIYHo

August 25, 2018 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top