নয়াদিল্লি, ২৮ অগাস্টঃ মহাকাশে ভারতের মানব অভিযানের কথা ১৫ অগাস্ট লালকেল্লার মঞ্চ থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘোষণায় আগেই শিলমোহর দিয়েছে ইসরো। এবার সেই অভিযান সংক্রান্ত আরও তথ্য দিলেন ইসরোর চেয়ারপার্সন কে শিবান। জানা গিয়েছে, সাতদিনের ওই অভিযানে তিনজনকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের একটি কক্ষপথে অবস্থান করবে সেই স্পেসক্রাফট। তবে আসল অভিযানের আগে মানুষ ছাড়াই দু’বার এই গগনায়ন পাঠানো হবে মহাকাশে। আগামী ৩০ মাসের মধ্যে পাঠানো হবে প্রথম মানববিহীন স্পেসক্রাফট। আসল অভিযানে পাঠানো হবে তিনজনকে। এই প্রোগ্রামে ১০,০০০ কোটি টাকা খরচ হবে বলে আশা করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wmTfzl
August 28, 2018 at 06:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন