কাবুল, ২ অগাস্টঃ এক ভারতীয় সহ দুই বিদেশি নাগরিককে অপহরণ করে খুন করা হল। অপহৃত বাকি দু’জন মালয়েশিয়া ও ম্যাসিডোনিয়ার নাগরিক। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, কাবুলে আন্তর্জাতিক খাদ্য সংস্থা সোডেক্সো-তে কাজ করতেন এই তিনজন।
ভারতীয় মৃত ব্যক্তির বয়স ছিল ৩৯ বছর, মালেয়েশিয়ার মৃত ব্যক্তির বয়স ৬৪ বছর এবং ম্যাসিডোনিয়ার ব্যক্তির বয়স ছিল ৩৭। তাঁরা সকলেই স্থানীয় গাড়িচালকের সঙ্গে বেড়িয়েছিলেন।
সংবাদসংস্থা টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কাবুলের পূর্বদিকে পুল-ই-চরকি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। তবে কয়েকঘন্টা পর কাবুলের দক্ষিণে মুসাহি জেলায় একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে তাদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ওই তিন মৃতদেহর পাশে সচিত্র পরিচয়পত্র রাখা ছিল। তা দেখে তাদের শনাক্ত করা হয়। কোম্পানির তরফে শণাক্ত করা হয়। তবে কোনো মন্তব্য করেনি সংস্থা।
এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। কাবুলে একটি ইন্টারন্যাশনাল ফুড কোম্পানিতে কুক হিসেবে কাজ করতেন ওই তিন জন। এই ফুড কোম্পানি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুড ও কেটারিং সার্ভিস কোম্পানি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kk7J72
August 02, 2018 at 05:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন