মুম্বাই, ১৬ আগস্ট- দীর্ঘ চার বছর প্রেম করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের আলোচিত জুটি রণভীর সিং ও দীপিকা পাডুকোন। চলতি বছরেই ইতালির ভেনিসে বিয়ে অনুষ্ঠিত হবে এই তারকার। ইতোমধ্যে জানা গিয়েছে বিয়ের তারিখ, ২০ নভেম্বর। বিয়ে সামাজিক রীতি হলেও এই শুভ কাজটি একেবারেই লোকচক্ষুর আড়াল করতে চাইছেন রামলীলা জুটি। যে কারণে পারিবারিক সদস্য ও কাছের বন্ধু ছাড়া বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি তেমন কাউকেই। শুধু তাই নয় বিয়ের গোপনীয়তা রক্ষায় আমন্ত্রিত অতিথিদের বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন না আনার অনুরোধও নাকি করেছেন এই তারকা জুটি। এমন আজব সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছেন, তারা চান না তাদের বিয়ের ছবিতে সোশ্যাল মিডিয়ার হোমপেজ ভেসে যাক। প্রকাশ হোক বিয়ের কোনো ভিডিও। অবশ্য এর আগেও এমন গোপনীয়তা রক্ষা করে বিয়ে হয়েছিলো বলিউডে। সেটি করেছিলেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/১৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MVoRCA
August 17, 2018 at 12:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top