এশিয়াডে জোড়া পদক দ্যুতি চাঁদের

জাকার্তা, ২৯ অগাস্টঃ ২০০ মিটার ফাইনালে রুপো জিতলেন দ্যুতি চাঁদ। ১০০ মিটারেও রুপো জিতেছিলেন তিনি। এই প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়েছেন দ্যুতি। এবার ২০০ মিটারেও দেশকে রুপো এনে দিলেন ওড়িশার এই অ্যাথলেট। এর সঙ্গে সঙ্গেই ১৬ বছর পর ২০০ মিটারের ইভেন্টে পদক পেল ভারত।

২৩.২০ সেকেন্ডে ২০০ মিটার শেষ করেন দ্যুতি। গতকাল ২০০ মিটারের সেমিফাইনালে ফলস স্টার্ট করে ছিটকে যান অসমের অ্যাথলেট হিমা দাস। ২০০২ এশিয়ান গেমসের আসরে ২০০ মিটারে সোনা জেতেন সরস্বতী সাহা। ১৬ বছর পর দেশে এল পদক।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oj9Qzv

August 29, 2018 at 06:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top