জাকার্তা, ২১ আগস্ট- এশিয়ান গেমস সাঁতারে খাদিজা আক্তারের পর মাহফিজুর রহমান সাগরও চরম ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার (২১ আগস্ট) ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে অ্যাকুয়েটিক সেন্টারে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে সাগর ৫১ জন সাঁতারুর মধ্যে ৩৬তম হয়েছেন। ৪ নম্বর হিটে ৭ নম্বর লেনে সাঁতরিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এ সাঁতারু। ৮ জনের মধ্যে তিনি সাঁতার শেষ করেছেন সবার শেষে। সময় নিয়েছেন ২৪.৫৪ সেকেন্ড। তার হিটে প্রথম হয়েছে থাইল্যান্ডের অ্যান্ড্রু জেমস। তিনি সময় নিয়েছেন ২৩.৪৮ সেকেন্ড। মাহফিজুর রহমান সাগর বৃহস্পতিবার ১০০ মিটার ফ্রি স্টাইলের হিটে অংশ নেবেন। এ ইভেন্টের মধ্যে দিয়ে শেষ হবে তার এশিয়ান গেমস। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2N5kzIO
August 22, 2018 at 04:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top