টরন্টো, ১০ আগস্ট- গত ২৯ শে জুলাই (রবিবার) নগরীর স্কারবোরোস্থ থমসন মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর বার্ষিক বনভোজন অনুষ্ঠান। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। আনুমানিক প্রায় আট শত (৮০০) অতিথির আগমনে সরগরম হয়ে উঠে থমসন মেমোরিয়াল পার্কের বিশাল এলাকা। প্রতিবারের মত এবারও ছিল ছোটদের চকলেট এবং লাঠি স্পিন দৌড়, মহিলাদের জন্য মার্বেল দৌড় এবং মিউজিকাল পিলো, কাপলদের জন্য থাকে বেলুন দৌড় এবং পুরুষদের সকার গেম। এবছর অনুষ্ঠানের খাবার আয়োজন করা হয় সংগঠনের নিজস্ব তত্ত্বাবধানে। সহ সভাপতি আহমেদ হোসেন লনি সংগঠনের সদস্যদের নিয়ে স্থানীয় ঘরোয়া ক্লাসিক রেস্তরাঁতে আগেরদিন ভোর রাত পর্যন্ত প্রস্তুত করেন সব মজাদার খাবার। আয়োজনের প্রধান আকর্ষণ রাফেল ড্র-তে প্রথম পুরুষ্কার হিসেবে ছিল একটি ৩৯ ইঞ্চি হাই ডেফিনেশন টেলিভশন যেটি স্পনসর করেন রিয়েলটর হিশাম চিশতী। দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি বার বি কিউ মেশিন এবং এটি স্পনসর করে আসাদ মর্টগেজ। তৃতীয় পুরষ্কার হিসেবে ছিল একটি ট্যাবলেট এবং এটি স্পনসর করে সাটা কম্পিউটার। দিনব্যাপী খেলাধুলা, গান বাজনা, আড্ডা এবং সবশেষে পুরুষ্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে। তৃতীয়বারের মত এধরনের আয়োজনের সফল আহ্বায়ক ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নির্বাহী সহ সভাপতি ফয়জুল চৌধুরী এবং সর্বাত্বক সহযোগিতায় ছিলেন সাবেক এবং বর্তমান কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। আর/১০:১৪/১০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nsAFkD
August 11, 2018 at 04:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন