বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সামাজিক যোগাযোগের মধ্যে ফেসবুক হলো একমাত্র অন্যতম। এবং তথ্য প্রযোক্তির একমাত্র মাধ্যম হলো ইন্টারনেট। দেশ-বিদেশের মানুষের সাথে যোগাযোগ করা, এবং ম্যাসেজিং করে কথা বলা ইত্যাদি। সে সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ- সাধারন মানুষকে ফেসবুক দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
তাহারি একটি জলন্ত প্রমান হলো বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ ভাইর ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন জনের কাছ থেকে ম্যাসেজিং করে ৫ হাজার টাকা করে বিকাশ নেয়। এ বিষয়ে আব্দুল আহাদ জানান গতকাল ৬ অক্টোবর শনিবার- বিকাল ৯ টায় হঠাৎ সাংবাদিক আখতার আহমদ সাহেদ কল করে জানতে চায় আমার কি আসলেই টাকা লাগবে কিনা। আমি তখন জিজ্ঞাসা করলে তিনি বলেন আপনি না ফেসবুকে বলছেন, তখনি আমি জানতে পারি আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।
তখন আমার এক আত্মীয় হবিগঞ্জ থেকে এমন ম্যাসেজ পেয়ে ৫ হাজার টাকা দিয়েছেন যার বিকাশ নাম্বার ০১৬৪৩-৪৬২৩৪০। এ ব্যাপারে সাংবাদিক আব্দুল আহাদ বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়রী করেন যার ডায়রী নং ৩২২/১৮।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দোহা পিপিএম বলেন, আমি অভিযোগ পেয়েছি। আমরা ফেসবুক হ্যাকারদেরকে আইনের আওতায় এনে দ্রুত আইনগত ব্যবস্থা নিবো। সাংবাদিক ছাড়াও অনেক মানুষ ফেসবুক হ্যাকারদের কাছে প্রতারিত হচ্ছেন, অভিযোক কারী সকলকে আইনি ব্যবস্থা দিয়ে যাচ্ছি। যারা এমন কাজের সাথে সম্পৃক্ত, তথ্য প্রযোক্তির বাংলাদেশে এদের খুব শীঘ্রই চিহ্নিত করা হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2niwB6r
August 07, 2018 at 12:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন