নয়াদিল্লি, ১৬ অগাস্টঃ মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তনের পর এবার নাম পরিবর্তনের পথে উত্তরপ্রদেশের বেশ কিছু বিমানবন্দরও। তালিকায় বরেলি, কানপুর এবং আগ্রা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে এই তিনটি বিমানবন্দরের নাম পরিবর্তনের আর্জি জানিয়েছে উত্তর প্রদেশের রাজ্য সরকার। তিনটি বিমানবন্দরই সেনাবাহিনীর অধীনে। বর্তমানে রাজ্য সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে বিভিন্ন স্তরে কথা চালাচ্ছে যাতে রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের অন্তর্গত বিমানযাত্রীরা এই তিন বিমানবন্দরের সুবিধে পান।
বরেলি বিমানবন্দরের নাম পরিবর্তন করে নাথ নগরী, কানপুর বিমানবন্দরের নাম চাকেরি থেকে পরিবর্তন করে গণেশ শঙ্কর বিদ্যার্থী এবং আগ্রা বিমানবন্দরের নাম দীন দয়াল উপাধ্যায়ের নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MgvzXg
August 16, 2018 at 04:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন