কারিবিয়ানদের বিপক্ষে টানা দুইটি সিরিজ জিতে এবার দেশে ফেরার অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট দল। জানা গেছে সব কিছু ঠিক থাকলে ফ্লোরিডা থেকে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরছেন টাইগাররা। তবে দলের সাথে আসছেন না পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। সিপিএলে খেলতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এই আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলবেন তিনি। ৭০ হাজার ডলার মূল্যে তাকে কিনে নিয়েছে দলটি। জানা গেছে আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে পর্যন্ত সিপিএলে সবকয়টি ম্যাচ খেলবেন রিয়াদ। অপরদিকে বাকি চার ক্রিকেটারের মধ্যে তামিম এবং মুশফিকের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে আগামী রবি অথবা মঙ্গলবার। এদিকে এশিয়া কাপের আগে ব্যস্ত সময় পার করবে টাইগাররা। ইদের পর ২৭ই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ক্যাম্প। প্রথমে শুরু হবে ফিটনেস ট্রেনিং। এরপরে পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। জানা গেছে কয়েকদিনের মধ্যেই প্রাথমিক দল ঘোষণা হতে পারে। প্রায় ২০ জন খেলোয়াড়কে নিয়ে শুরু হবে প্রস্তুতি। আরএস/০৮:০০/ ০৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vOTyln
August 09, 2018 at 03:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top