ঢাকা, ২৪ আগস্ট- স্পিন পরামর্শক সুনীল যোশিকে ছাড়াই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদান করতে যাচ্ছেন তিনি। সেক্ষেত্রে বাংলাদেশের স্পিন পরামর্শকের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এ সাবেক ভারতীয় বাঁহাতি স্পিনার। ২০১৭ সালের আগস্টে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের স্পিন পরামর্শকের দায়িত্ব নিয়েছিলেন সুনীল যোশি। রুয়ান কালপাগের বিদায়ের পর দায়িত্ব পান সুনীল যোশি। অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি। এরপর এ পদে সুনীল যোশিকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুদিন আগেও উঠেছিল সুনীল যোশির বিদায়ের গুঞ্জন। ভারতীয় নারী দলের সম্ভাব্য কোচের তালিকায় ছিল তার নাম। ভারতীয় নারী দলের কোচের দায়িত্ব নিয়েছেন আরেক সাবেক স্পিনার রমেশ পাওয়ার। তবে এবার যোশির বিদায় অনেকটাই নিশ্চিত। ভারতের সাবেক এ বাঁহাতি স্পিনার ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিলে তাকে আর পাওয়া যাবে না। বিসিবি সূত্র থেকে জানা গিয়েছে নতুন স্পিন পরামর্শকের কথা ভাবা হচ্ছে এখনই। বিসিবির পছন্দের তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ৪৮ বছর বয়সী মুশতাক আহমেদ। পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট এবং ১৪৪ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মুশতাক। এছাড়া দীর্ঘদিন খেলেছেন সাসেক্সের হয়ে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MPrwR6
August 24, 2018 at 09:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top