২৫টি সেলাই দেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর আঙুলে। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি ২০-তে বাঁ-হাতের আঙুলে চোট পান এই স্পিনার। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, তার সেলাই খুলতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। এরপরই তার চোট পাওয়া আঙুল সেরে উঠেছে কিনা, তা জানা যাবে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নেন নাজমুল। কিন্তু তৃতীয় বলেই অঘটনের শিকার হন তিনি। মারলন স্যামুয়েলসের শটে লাফ দিয়ে রান বাঁচানোর চেষ্টার সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা চ্যাডউইক ওয়াল্টনের বুটের নিচে পড়ে তার আঙুল। তাতেই শেষ হয়ে যায় এ স্পিনারের খেলা। বাঁ-হাতের আঙুলে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর আর ফিরতে পারেননি ম্যাচে। তার করা ওই ওভারের বাকি তিন বল শেষ করেন সৌম্য সরকার। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৮:০০/ ০৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AOmksd
August 07, 2018 at 05:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন