গত ১০ মাসে দেশে ১.২ কোটি চাকরি হয়েছে, জানাল কেন্দ্রীয় সংস্থা

নয়াদিল্লি, ২৫ অগাস্টঃ গত ১০ মাসে দেশে ১.২ কোটি চাকরি হয়েছে। এই হিসেব এবছর জুন মাস প‌র্যন্ত। এমনটাই দাবি, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সেন্ট্রাল স্ট্যাটিসটিক অফিস(সিএসও)-এর।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স ও ন্যাশানাল পেনশন স্কিমের দেওয়া তথ্য অনু‌যায়ী ওই পরিসংখ্যান তৈরি করেছে সিএসও। বলা হয়েছে, গত দশ মাসে দেশে ১,১৯,৬৬,১২৬ নতুন ব্যক্তি এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্সে নাম লিখিয়েছেন। গত মে মাসে সর্বাধিক ১৩,১৮,৩৯৫ জন এই ‌যোজনায় নাম লিখিয়েছেন। এই পরিসংখ্যান ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জুন প‌র্যন্ত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি সরকারি সংস্থার পরিসংখ্যানের ভিত্তিতে ওই রিপোর্ট তৈরি করেছে সিএসও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LpoKh1

August 25, 2018 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top