ভারত-৩২৯ ও ১২৪-২ ইংল্যান্ড-১৬১
নটিংহ্যাম, ১৯ অগাস্টঃ কেরিয়ারে প্রথমবার টেস্টে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ে ধস নামিয়ে টিম ইন্ডিয়াকে চালকের আসনে বসিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়াকে সঙ্গ দিলেন দিয়ে গেলেন ইশান্ত (৩২-২), সামি (৫৬-১), বুমরাহরা (৩৭-২)। নিট ফল, ভারতের প্রথম ইনিংস ৩২৯ রানে শেষ হওয়ার পর ব্যাট করতে নেমে ব্যাকফুটে ইংল্যান্ড। ৩৮.২ ওভারে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে ১৬৮ রানে পিছিয়ে পড়লেন জো রুটরা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ১২৪-২। ভালো শুরুর পর রাহুল (৩৬), ধাওয়ান (৪৪) ফিরলেও পূজারা (৩৩) ও কোহলি (৮) দলের রান এগিয়ে নিযে চলেছেন। সবমিলিয়ে লিড ২৯২ রানের। আর ট্রেন্টব্রিজে পান্ডিয়ার শাসনে ইংল্যান্ড, ম্যাচে চালকের আসনে ভারত। সঙ্গে নযা ইতিহাসের হাতছানিও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MZsN5c
August 20, 2018 at 12:21AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন