লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কা জন্মেছিল কেভিন ডি ব্রুইনকে ঘিরে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বেলজিয়ান মিডফিল্ডার। শুক্রবার ম্যানচেস্টার সিটি তাদের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে খবরটি। অনুশীলনের সময় পাওয়া চোট এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে, মৌসুমের অনেকটা সময় তাকে পাওয়া যাবে না মাঠে। হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছন ডি ব্রুইন। তিন মাস খেলতে না পারলেও অস্ত্রোপচার করতে হচ্ছে না তার। বুধবার অনুশীলনে হাঁটুতে চোট পান বেলজিয়াম মিডফিল্ডার। গুরুতর কিছুর আশঙ্কা করা হয়েছিল আঘাত পাওয়ার পরপরই ক্র্যাচে ভর করে হাঁটার দৃশ্যে। ডি ব্রুইনের অবস্থা জানতে তাকে পাঠানো হয়েছিল বার্সেলোনার চিকিৎসক ডা. রামন কুগাতের কাছে, ম্যানসিটির খেলোয়াড়দের চিকিৎসা তিনিই করে থাকেন। বার্সেলোনার এই ডাক্তার খারাপ খবরই শুনিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নদের। আর সেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ম্যানসিটি। নিজেদের টুইটারে ক্লাবটি লিখেছে, কেভিন ডি ব্রুইন ডান হাঁটুর ইনজুরিতে ভুগছেন। অস্ত্রোপচারের দরকার পড়ছে না, যদিও এই মিডফিল্ডারকে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে। গত মৌসুমের ম্যানসিটির প্রিমিয়ার লিগ জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি ব্রুইন। সিটিজেনদের সাফল্যে ৮ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮ গোল, যাতে ১০০ পয়েন্ট অর্জন করে নতুন রেকর্ড গড়ে পেপ গর্দিওলার দল। ক্লাব ফুটবলের পর জাতীয় দলের জার্সিতেও চমৎকার সময় কাটিয়েছেন তিনি বিশ্বকাপে। বেলজিয়াম তৃতীয় হলে মিশন শেষ করার পথে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয়ের পথে একবার লক্ষ্যভেদ করেছিলেন ডি ব্রুইন। -গোল ডটকম এমএ/০৭:০০/ ১৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PcMHLo
August 18, 2018 at 01:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন