কলকাতা, ০৯ আগস্ট- কলকাতার বাংলা ছবির পরিচিত মুখ পাওলি দাম। জনপ্রিয়তার পাশাপাশি খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য বারবার বিতর্কিত হয়েছেন। বলিউডের দর্শকনন্দিত হেট স্টোরি ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন এই অভিনেত্রী। তবে শরীর দেখানো নির্ভর ছবিতে কাজ করতে হয় তো ভালো লাগছিল না তার। তাই নতুন রূপে ফিরতে চেয়েছেন পাওলি। অভিনয়ের সুযোগ আছে এমন কোনও চরিত্রই খুঁজছিলেন। এবার মনের মতো চরিত্র নিয়েই বলিউডে ফিরছেন এই টালিউড নায়িকা। নতুন ছবিটি পরিচালনা করেছেন নীল মাধব পাণ্ডা। হালকা নামে ছবির শুটিং হয়েছে বস্তিতে। এই প্রথম কোনও ছবিতে মায়ের চরিত্র করছেন পাওলি। ভারতীয় গণমাধ্যমের খবর, প্রথমে একটু দ্বিধাবোধ থাকলেও শুটিং শুরু হতেই তা কেটে যায়। এর ক্রেডিট নিজের মাকে দিয়েছেন পাওলি। মায়ের খুব কাছের তিনি। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই এ চরিত্র ফুটিয়ে তুলেছেন। এরই মধ্যেই একাধিক আন্তর্জাতিক উৎসবে স্বীকৃতি পেয়েছে ছবিটি। মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। আলোচিত অভিনেত্রী পাওলির বাংলাদেশে প্রথম সিনেমা মনের মানুষ। এরপর সত্তা নামে একটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। ২০০৪ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু পাওলির। কলকাতায় জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল জীবন নিয়ে খেলা, তিথির অতিথি, সোনার হরিণ-এ অভিনয় করেন। ২০০৯ সালে কালবেলা ছবিতে অভিনয় করেন। ২০১১ সালে তার অভিনীত ছত্রাক ছবিটি বিদেশের মাটিতে বেশ প্রশংসিত হয়। তবে কলকাতায় অশ্লীল ছবি হিসেবেই এটি পরিচিতি পায়। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/০৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MdbO1Z
August 10, 2018 at 04:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top