ফ্লোরিডা, ০৬ আগস্ট- এতদিন ধরে জমে থাকা সমালোচনার জবাব কতটা দিতে পেরেছেন লিটন দাস? আদৌ কি তার এমন ইনিংসে বাংলাদেশ দলের ভক্তরা তৃপ্ত! কে কতটুকু তৃপ্ত-অতৃপ্ত সেটা পরের ব্যাপার। ডান-হাতি এই হার্ড হিটার নিজে যে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন সেটাই বা কম কি। এমন একটা সিরিজ জয়ে কারোরই অতৃপ্ত থাকার কথা না। দেশের বাইরে বিশ্বচ্যাম্পিয়নদের টানা দুই ম্যাচে হারিয়ে সিরিজ জয়। যে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছিল আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে। ক্যারিবীয় সফরের শুরুতে দুই টেস্ট হেরেও ২-১ ম্যাচে ওয়ানডে সিরিজ জয়। আত্মবিশ্বাস ফিরে পাওয়া দলটা আবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পরের দুই ম্যাচে জয়। কতটা সহজ ছিল! ওয়ানডেতে দুই ম্যাচের দুটিতেই সিনিয়রদের দাপটে জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও সিনিয়রদের নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। বিশেষ করে জুনিয়রদের ব্যাটে রান আসছিল না। এ নিয়ে কটুকথা শুনেই আসছিল দলের জুনিয়র খেলোয়াড়রা। এবার তো ঘুরে দাঁড়ানোর পালা। সিরিজের শেষ ম্যাচে এসে ওইসব কথার জবাব দিয়েছেন তামিমের সঙ্গী ২৩ বছর বয়সী লিটন। আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে খেলেন ৩২ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। ইনিংসে ছিল তিন ছয় আর ছয়টি চার। তামিমের ২১, মুশফিকের ১২, সাকিবের ২৪, মাহমুদুল্লাহর ৩২ আর আরিফুলের ১৮ রানের সুবাদে ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে টাইগাররা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রানের লক্ষ্য দিয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৯ রানের জয়ে ২-১ ম্যাচে সিরিজ জয় বাংলাদেশের। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও উঠে লিটনের হাতেই। ছোট ফরম্যাটের ক্রিকেটে ১৫ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মতো অর্ধশতক। সব মিলে দিনটা শুধু বাংলাদেশ দলেরই নয়, লিটন দাসেরও ছিল। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে এই ওপেনার বলেন, এটা নিঃসন্দেহে আমাদের অনেক বড় জয়। তারা অনেক বড় দল। শেষবার টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন। লিটন আরও বলেন, ফ্লোরিডার উইকেট আমাদের দেশের উইকেটের মতোই। এখানে আমি টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেয়েছি। নিজেকে ভাগ্যবান মনে করছি। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OcWgss
August 06, 2018 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top