ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এ ব্যাটসম্যানকে বলা হয় ক্যারিবীয় দানব। দানবীয় ব্যাটিংয়ের জন্যই তার এমন খ্যাতি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান তিনি। এই সংস্করণ চালুর পর তার মতো ব্যাটসম্যান বিশ্বজুড়ে বিরল।সে কারণে নিজেকে নিজেই ইউনিভার্স বস উপাধি দিয়ে দিয়েছেন। এবার ক্রিস গেইল ঘোষণা করলেন, টি-টোয়েন্টির ইতিহাসে তিনিই সেরা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অন্য দুটি ফরম্যাটে কী করেছি, সেটা আমার রেকর্ডবুকে নেই। তবে অনেকেই বলে, ক্রিস গেইল সর্বকালের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। আমিও এই কথাটা ভাবি। আমার মনে হয়, ওরা ঠিকই বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে কে সেরা, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। টেস্ট এবং ওয়ানডেতে বিতর্ক থাকতে পারে; কিন্তু টি-টোয়েন্টিতে আমিই ইউনিভার্স বস। আমিই গ্রেটেস্ট। গেইলের এই দাবি উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ১০০ টেস্ট এবং ৩০০ ওয়ানডে খেলা এই ক্যারিবিয়ান তারকা টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ হাজারেরও বেশি রান করেছেন। তার স্ট্রাইক রেট দেড়শর কাছাকাছি। ৩৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল। সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। সুতরাং তাকে সেরা বলতে ক্রিকেটপ্রেমী আর বোদ্ধাদের কোনো আপত্তি থাকার কথা নয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/১২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nvBGIF
August 12, 2018 at 03:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top