জলপাইগুড়ির পর এবার মোমো আতঙ্ক দার্জিলিং পাহাড়ে

শিলিগুড়ি, ২৩ অগাস্ট ঃ জলপাইগুড়ির পর এবার মোমো আতঙ্ক ছড়াল দার্জিলিং পাহাড়ে। পরপর দুদিন দুই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের এই মারণ গেমের কথা সামনে চলে এসেছে। মঙ্গলবার ও বুধবার রাতে কার্শিয়াংয়ে আদিত্য গোয়েল ও মনীশ সারকি নামে দুই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুজনেই দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। এর মধ্যে আদিত্যর দেহ উদ্ধার হয়, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি খামার বাড়িতে। ওই খামারের দেওয়ালে বোঝার অগম্য ভাষায় বেশ কিছু কথা লেখা ও আঁকিবুঁকি কাটা ছিল। তাই দেখে আদিত্যর পরিবারের সদস্যদের অভিযোগ, মোমো চ্যালেঞ্জের শিকার হয়েছে ওই ছাত্র। মোবাইলে ফোনে টাওয়ার নেই বলে আদিত্য ওই খামারবাড়িতে গিয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে, পাহাড়ের বাসিন্দা বেশ কিছু ছাত্রের ফোনে মোমো চ্যালেঞ্জ গেম খেলার আবেদন জানিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে বলে অভিযোগ উঠেছে। যার জেরে দেখা দিয়েছে আতঙ্কও। তবে পুলিশের তরফে এই দুই মৃত্যুর সঙ্গে মোমো চ্যালেঞ্জের যোগ থাকার কথা স্বীকার করা হয়নি। দার্জিলিংয়ের এসপি অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, প্রাথমিকভাবে দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করা হয়েছে। মোমো নিয়ে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সোমবার রাতে জলপাইগুড়ির এক কলেজছাত্রীর হোয়াটসঅ্যাপে মোমো খেলার আহ্বান জানিয়ে মেসেজ আসে। ওই ছাত্রী কোতয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন।

ছবি ঃ এভাবেই হোয়াটসঅ্যাপে আসছে মোমো চ্যালেঞ্জ খেলার মেসেজ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MpD921

August 23, 2018 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top