ঢাকা, ০৯ আগস্ট- নাঈম প্রভাকে নিয়ে বিদেশে ঘুরতে যায়। প্রভা বিবাহিত। নাঈম সেটা জানে। তারপরও ভালোবাসার অভিনয় করে সে। এর কারণ, নাঈমের সঙ্গে বিদেশে আসার সময় প্রভা অনেক টাকা নিয়ে আসে সঙ্গে করে। বিদেশে আসার পর নাঈম একজন ড্রাইভার ভাড়া করে; যে সুযোগ পেলেই প্রভাকে খুন করবে। কিন্তু যখনই খুন করার সুযোগ আসে তখনই কোনও না কোনোভাবে ওই ড্রাইভার বাধা হয়ে দাঁড়ায়। যখন কোনও কিছুতেই প্রভাকে খুন করা সম্ভব হয় না, তখন নাঈম নিজেই তাকে খুন করার সিদ্ধান্ত নেয়। তারা যে হোটেলে ওঠে সেই হোটেলের রুমেই এ কাজটি করার কথা ভাবে সে। প্রভার উপরে নাঈম আক্রমণ করলে উল্টো তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় প্রভা। আর পালানোর সময় রাস্তায় মুখোমুখি হয় জোভানের। জোভানই হচ্ছে প্রভার স্বামী। এমন একটি গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক দেখা হয়ে গেল। শনিবার (১১ আগস্ট) রাত ৮টায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে নাটকটি। জুয়েল কবিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। আর এই নাটকটিতে অভিনয় করেছেন জোভান, প্রভা, এফএস নাঈম, টুটুল চৌধুরীসহ আরও অনেকে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nn4l2h
August 10, 2018 at 12:31AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন