কেরালায় আটকে থাকা রাজ্যের শ্রমিকদের ফেরাতে তৎপর নবান্ন

কলকাতা, ১৮ অগাস্টঃ কেরালায় প্রবল বন্যায় আটকে পড়া রাজ্যের শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন নবান্ন। তাঁদের ফিরিয়ে আনতে কেরালা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব ময়ল দে ইতিমধ্যেই কেরালার প্রশাসনিক আধিকারিকদের ফোন করেছেন। জানা গিয়েছে, ওই শ্রমিকদের পরিবারের তরফে রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হয়েছিল। তারপরই তৎপর হয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, প্রয়োজনে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও কেরালায় পাঠানো হতে পারে। সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।কোরালার বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বন্যাদুর্গতদের উদ্দেশ্যে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘শুধু শব্দগুলোই যথেষ্ট নয় জানি। তাও, এই মুহূর্তে আমার কেরালাবাসী সকল ভাইবোনকে বলতে চাই, আমাদের প্রার্থনা তোমাদের প্রত্যেকের সঙ্গে আছে। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের সমবেদনা জানাই। কেরালায় বন্যার সঙ্গে যারা এখনও লড়াই করে চলেছে, তারা যেন এভাবেই শক্ত থাকতে পারে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L2X29u

August 18, 2018 at 12:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top