কাবুল, ৩১ আগস্ট- রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব ও আফতাব আলম প্রথমে বল হাতে আয়ারল্যান্ডকে ১২৪ রানে আটকে দিলেন। এরপর ব্যাট হাতে ইহসানউল্লাহ, রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদি অনায়াস জয় তুলে নিলেন। তাতে ১৫৭ বল ও ৮ উইকেট হাতে রেখে শেষ ওয়ানডে জিতে ২-১ এ সিরিজ জিতে নিল আফগানিস্তান। বেলফাস্টে শুক্রবার আয়ারল্যান্ড প্রথম ব্যাট করতে নামে। কিন্তু তাদের সুবিধা করতে দেয়নি রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব ও আফতাব আলমরা। রশিদ খান ৩টি, নবী ২টি, আফতাব ২টি ও গুলবাদিন ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন আসগর আফগান। তাতে ৩৬.১ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে আয়ারল্যান্ডের গ্যারি উইলসন সর্বোচ্চ ২৩ রান করেন। বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেননি। ১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ রানেই মারকুটে ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে হারায় আফগানিস্তান। এরপর দ্বিতীয় উইকেটে ৫০ রান তোলেন রহমত শাহ ও ইহসানউল্লাহ। দলীয় ৫৩ রানের মাথায় রহমত শাহ আউট হয়ে যান। ৩৫ বল খেলে ৫ চারে ৩৩ রান করে যান তিনি। সেখান থেকে জুটি বেঁধে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইহসানউল্লাহ ও হাশমতউল্লাহ শাহিদি। ইহসানউল্লাহ ৬২ বল খেলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন। তার সঙ্গে ৪৪ বল খেলে ৫ চারে ৩৪ রানে অপরাজিত থাকেন হাশমতউল্লাহ। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন রশিদ খান। তথ্যসূত্র:রাইজিংবিডি এইচ/২২:২৩/৩১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2C3j4da
September 01, 2018 at 04:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top