মেটেলি, ১ অগাস্টঃ চিতা বাঘের হানায় গুরুতর জখম হলেন চা বাগানের এক প্রৌঢ়। জখন ব্যক্তির নাম ইলিয়াস ওঁরাও(৬৫)। বাড়ি আইভীল চা বাগানের লুকাস লাইনে। বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, বুধবার দুপুরে ওই ব্যক্তি সাইকেলে করে আইভীল চা বাগান থেকে মেটেলি বাজারে যাচ্ছিলেন। সেসময় বাগানের ৮ নম্বর সেকশনে হটাৎ চা বাগানের ঝোপ থেকে একটা বড়ো চিতাবাঘ বের হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর মাথায় ও পিঠে থাবা বসায়। এরপর সাইকেল থেকে পড়ে গিয়ে পা মচকে যায়। তাঁর চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা এলে চিতাবাঘটি সেখান থেকে পালিয়ে যায়। আহত ওই প্রৌঢ়কে প্রথমে চালসার মঙ্গলবাড়ী গ্রামীন হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাকে রেফার করা হয় মাল সুপারস্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে মাল হাসপাতালে যায় বনকর্মীরা। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সরদমুনি ছেত্রী বলেন, চিতাবাঘের হামলায় জখম ব্যাক্তির চিকিতসার ব্যবস্থা সরকারি নিয়মানুসারে করা হয়েছে। স্থানীয় জনগণ চিতাবাঘ ধারার জন্য বাগানে খাঁচা পাতার দাবি জানিয়েছেন।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v8FcwK
August 01, 2018 at 08:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন