ইসলামাবাদ, ০৭ আগস্ট- বয়স ৩৭, পাকিস্তান দলে এখন অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় তিনি। অথচ মোহাম্মদ হাফিজকে এ থেকে নামিয়ে দেয়া হলো বি ক্যাটাগরিতে। নতুন করে সাজানো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এমন অপমান মেনে নিতে পারছেন না এই অলরাউন্ডার। ডননিউজটিভি-র দাবি, ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথাই নাকি ভাবছেন হাফিজ। দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড় হাফিজ। তবে সোমবার ঘোষিত বোর্ডের নতুন চুক্তিতে জায়গা হারিয়েছেন এই অলরাউন্ডার। তরুণ ব্যাটসম্যান বাবর আজম এ ক্যাটাগরিতে ঢুকে পড়ায় অবনমন হয়েছে হাফিজের। যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষরও করেননি এই ব্যাটসম্যান। হাফিজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, চুক্তিতে অবনমন হওয়ায় আর খেলাটা চালিয়ে যেতে চাইছেন না হাফিজ। তিনি কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষরও করবেন না। সূত্রটি জানিয়েছে, দলেও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন হাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম চার ম্যাচে তাকে সুযোগই দেয়া হয়নি। যার প্রতিবাদস্বরুপ পঞ্চম ম্যাচে নিজে থেকেই না খেলার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AJXglY
August 07, 2018 at 11:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন