বিশ্ব ফুটবল র্যাংকিংয়ে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশ। তবে শুরু দিক দিয়ে নয়, শেষের দিক দিয়ে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের অবস্থা সেই আগের মতোই গুরুতর। ২০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান র্যাংকিংয়ের ১৯৪তম স্থানে। এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা আর পাকিস্তান আছে বাংলাদেশের পেছনে। বিশ্বকাপের পর বৃহস্পতিবার প্রথমবারের মত র্যাংকিং ঘোষণা করে ফিফা। গত আসরের চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ফলে শীর্ষ স্থানচ্যুত হয়ে ১৫তম স্থানে নেমে গেছে জোয়াকিম লোর দল। অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে সপ্তমস্থানে ছিল ফ্রান্স। এর আগে ২০০১ সালের মে মাসে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ফরাসিরা। ২০০২ সালের মে মাস পর্যন্ত তাদের এই অবস্থান বজায় ছিল। ২০১০ সালের সেপ্টেম্বরে সর্বনিম্ন র্যাংকিং ২৬ নম্বরে নেমেছিল ফরাসিরা। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম রয়েছে র্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে তৃতীয়স্থানে। চতুর্থস্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। পঞ্চম থেকে দশম পর্যন্ত রয়েছে যথাক্রমে- উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। ১১তম স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিবেশী ভারত রয়েছে র্যাংকিংয়ের ৯৬তম স্থানে। তথ্যসূত্র: কালের কণ্ঠ আরএস/ ১৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Mxgj7K
August 18, 2018 at 12:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন