উয়েফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জুভেন্টাসের ক্রিস্তিয়ানো রোনালদো, লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ এবং রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। বর্ষসেরা হওয়ার জন্য লড়াই করবেন এই তিন ফুটবলার। কিন্তু বর্ষসেরার শেষ তালিকায় জায়গা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ২০১৭-২০১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগে থাকা ৮০টি ক্লাব কোচ এবং ৫৫ জন সাংবাদিকের ভোটে এই তালিকা করা হয়। ভোটে চতুর্থ হন বিশ্বকাপ জয়ী ফ্রান্স তারকা অঁতোয়ান গ্রিজম্যান। তালিকার পাঁচে আছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও সেরা দশে আছেন কিলিয়ান এমবাপে, কেভিন ডে ব্রুইনে,রাফায়েল ভারানে,সার্জিও রামোস এবং এদেন আজার। ইউরোপ সেরা হওয়ার এই পুরস্কারটি দেওয়া হবে আগামী ৩০ আগস্ট। গত দুই আসরে এই পুরস্কারটি জিতেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nSmS71
August 21, 2018 at 05:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন