কোচবিহার, ২৫ অগাস্টঃ প্রসবের সময় ধর থেকে আলাদা হয়ে গেল সদ্যোজাতের মাথা। মৃত্যু হয়েছে তার মায়েরও। শুক্রবার রাতে কোচবিহারের মাথাভাঙার একটি নার্সিংহোমের ঘটনা। বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা থানার পুলিশ।
মৃত প্রসূতি মিকলিজা বিবি। কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। গতকাল দুপুরে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে মাথাভাঙার ওই নার্সিংহোমে ভরতি করা হয়। রাতের দিকে যন্ত্রণা বাড়লে প্রসব করাতে আসেন এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ। তখনই সদ্যোজাতের দেহ থেকে আলাদা হয়ে যায় মাথা। মৃত্যু হয় মিকলিজা বিবিরও। পরিবারের অভিযোগ, প্রসবের সময় চিকিৎসক বার বার বেরিয়ে অন্য রোগী দেখছিলেন। সেই গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে।
এরপর মৃতার পরিবারের সদস্যরা নার্সিংহোম চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BHQcXw
August 25, 2018 at 12:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন