‘স্ত্রীকে ঠিক করে রান্না ও ঘরের কাজ করতে বললেই অত্যাচার করা হয় না’: হাইকোর্ট

মুম্বই, ৬ অগাস্টঃ কাউকে ঠিক করে রান্না করতে বলা কখনোই অত্যাচার করার সমতূল্য নয়। সোমবার  ১৭ বছরের পুরনো  একটি মামলায় রায় দিতে গিয়ে এ কথা জানালো বম্বে হাইকোর্ট। স্বামী ও শ্বশুরবাড়ির খারাপ ব্যবহারেই কারণেই মানসিক অবসাদে ২০০১-এ বিষ খেয়ে আত্মহত্যা করেন বিজয় শিণ্ডে নামে এক যুবকের স্ত্রী। বিজয়ের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু বিজয়ের বিরুদ্ধে স্ত্রীকে ঠিক করে রান্না করতে বলা ও ঘরের কাজ করতে বলা ছাড়া অন্য আর কোনও খারাপ ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত এদিন বিজয়কে বেকসুর খালাস করে জানিয়ে দেয় স্ত্রীকে ঠিক করে রান্না করতে বলা বা ঘরের কাজ করতে বলা মানেই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা নয়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AOcIxy

August 06, 2018 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top