মক্কা, ২৪আগস্ট- পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পবিত্র শহর মক্কা ছাড়তে শুরু করেছেন হাজিরা। তারা এখন মদিনা শরীফ যাচ্ছেন জিয়ারত করার জন্য। তারপর হাজিরা দেশে ফিরবেন। সৌদি গেজেটের খবর অনুযায়ী, সময় শুক্রবার সকালে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি হাজিদের নিয়ে প্রথম ফ্লাইটটি ছাড়বে। বিমানবন্দরটির মহাপরিচালক ইসাম বিন ফুয়াদ নূর জানান, হাজিদের প্রস্থান নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই বিমানবন্দর দিয়েই বিভিন্ন দেশের ১০ লাখ হাজি নিজ দেশে ফিরবেন। প্রথম সপ্তাহে ৫ লাখ হাজি দেশে ফিরতে পারবেন বলে জানান তিনি। ২৭টি দেশের ১৩ হাজারেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী এবং বেসরকারি সংস্থা ও বিভাগ ভ্রমণের প্রক্রিয়াসহ হাজিদের দেশে ফেরার যাবতীয় বিষয় সম্পূর্ণ করতে কাজ করছেন। আগামী ২৬ সেপ্টেম্বর হাজিদের নিয়ে শেষ ফ্লাইট ছাড়বে। এবছর পবিত্র হজ পালন করেন ১২২টি দেশের ২০ লাখের মতো হাজিরা। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। এ বছর হাজিদের নিরাপত্তার জন্য এখনও কাজ করছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক লাখ সদস্য। এদিকে বাংলাদেশ হজ অফিসের তথ্য মতে, হজে এবছর ৬৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তথ্যসূত্র: ঢাকাটাইমস ২৪ এইচ/ ২৪আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OXhL0K
August 24, 2018 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top