বাংলা পাঠ্যবইয়ে মিলখার জায়গায় ফারহানের ছবি

কলকাতা, ১৯ অগাস্টঃ বাংলা পাঠ্যবইয়ে মিলখা সিং-এর জায়গায় ছবি দেওয়া হয়েছে বলিউডের অভিনেতা ফারহান আখতারের। রিলের মিলখাকে রিয়েল লাইফ মিলখা হিসেবে তুলে ধরায় অস্বস্তি প্রকাশ করেছেন স্বয়ং ফারহান আখতার। রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এই ভুল শুধরে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

২০১৩ সালের ‘ভাগ মিলখা ভাগ’-এ মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। আর তাই পাঠ্যবইয়ে তাঁর ছবির নীচে লিখে দেওয়া হয়েছে মিলখা সিং-এর নাম। এই ভুল শুধরে নেওয়ার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে টুইটে ফারহান লিখেছেন, ‘স্কুলের একটি পাঠ্যবইয়ে দুঃখজনক একটি ভুল ছাপা হয়েছে। যেখানে মিলখা সিং-জির ভুল ছবি ছাপানো হয়েছে। আপনি অনুগ্রহ করে প্রকাশককে বলবেন ওই বইটি বদলে দিতে?’ টুইটটি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও ট্যাগ করেছেন ফারহান।

উত্তরে তৃণমূল সাংসদ পালটা টুইট করেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BmQDX4

August 19, 2018 at 10:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top