যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বৈরুতে জাতীয় শোক দিবস পালন

Untitled-1

বাবু সাহা, লেবাননঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস বৈরুতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিল আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণীপাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বুধবার সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি উপস্থিত ছিলেন।

বিকালে দূতাবাসের হলরুমে শুরু হয় মূল অনুষ্ঠান।প্রথমেই বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত।পরে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ যারা শাহাদাৎ বরন করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন সহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

এরপর উন্মুক্ত আলোচনায় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য প্রদান করেন।আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ ও বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন । তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কর্ম জীবন ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরো বেশি করে তুলে ধরার আহবান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত  বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

বঙ্গবন্ধু যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন, সে দেশের উন্নয়নের জন্য সকলকে দৃঢ়ভাবে কাজ করার আহবান জানান রাষ্ট্রদূত।তিনি প্রবাসীদের দেশের মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।তিনি আরো বলেন, আসুন আমরা আরো একবার মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হই।আমরা সবাই একতাবদ্ধ হই।যারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2KV0Zgx

August 16, 2018 at 04:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top